রাইড শেয়ারিং নীতিমালা-২০১৭ -
রাইড শেয়ারিং-এর নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সড়ক নিরাপত্তা সংক্রান্ত তথ্য-
গুরুত্বপূর্ণ ট্রাফিক আইন ও নীতিমালাসমূহ-
অপরাধ | শাস্তি/জরিমানা |
লাইসেন্স ছাড়া গাড়ি চালানো | ৬ মাসের জেল এবং ২৫,০০০ টাকা জরিমানা |
রেজিস্ট্রেশনবিহীন যানবাহন | ৬ মাসের জেল কিংবা ৫০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
ফিটনেসবিহীন যানবাহন | ৬ মাসের জেল কিংবা ২৫,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
গাড়ির বডি মডিফিকেশন | ৩ বছরের জেল কিংবা ৩০০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
রুট পারমিট ছাড়া যানবাহন | ৬ মাসের জেল কিংবা ২৫,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
ওভার স্পিডিং | ৩ মাসের জেল কিংবা ১০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
নিষিদ্ধ হর্ন বাজানো | ৩ মাসের জেল কিংবা ১৫,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
উল্টো পথে গাড়ি চালালে | ৩ মাসের জেল কিংবা ১০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
ট্র্যাফিক সংকেত না মানলে | ৩ মাসের জেল কিংবা ১০,০০০ টাকা জরিমানা অথবা উভয়ই |
ভুয়া লাইসেন্স দেখালে | ১-৫ লাখ টাকা বা ৬ মাস থেকে ২ বছরের জেল |
অবৈধ পার্কিং | সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা |
হেলমেট না থাকলে | সর্বোচ্চ ১০,০০০ টাকা জরিমানা |
সিটবেল্ট না বাধলে | সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা |
চালক ফোনে কথা বললে | সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা |
করোনা ভাইরাস (কোভিড-১৯)এর প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা-
রাইডারের অনুসরণীয়ঃ
- ১) স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত বিভিন্ন গাইডলাইন/নির্দেশনা মেনে চলুন;
- ২) যাত্রকালীন সময়ে নাকে, মুখে ও চোখে স্পর্শ করা হতে বিরত থাকুন;
- ৩) যাত্রাশেষে এলকোহলযুক্ত সেনিটাইজার দিয়ে হাত পরিস্কার করুন;
- ৪) হাঁচি বা কাঁশি দেওয়ার সময় টিস্যু বা হাতের কনুই দিয়ে মুখ ঢেকে রাখুন;
- ৫) যাত্রীর কোন সুরক্ষা এবং স্বাস্থ্যগত সমস্যা থাকলে রাইডশেয়ারিং সেবা প্রদানে বিরত থাকুন;
- ৬) যাত্রাশেষে নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহারে গুরুত্বারোপ করুন;
- ৭) কোন কারণে নগদ/ক্যাশ পেমেন্ট করলে টাকায় হাত দেওয়ার পর সেনিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করুন;
- ৮) পার্কিংরত অবস্থায় যথাসম্ভব ভীড় এড়িয়ে চলুন বা দূরত্ব বজায় রেখে অপেক্ষা করুন;
- ৯) রাইড চলাকালীন যাত্রীর সাথে যথাসম্ভব দূরত্ব বজায় রাখুন;
- ১০) সম্ভব হলে যাত্রাকালীন সময়ে পিপিই (Personal Protection Equipment) ব্যবহার করুন;
- ১১) জাতীয় (স্বাস্থ্য অধিদপ্তর) আন্তর্জাতিক সংস্থার (WHO) স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য নির্দেশনা মেনে চলুন
যাত্রীর অনুসরণীয়ঃ
- ১) স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত বিভিন্ন গাইডলাইন/নির্দেশনা মেনে চলুন;
- ২) যাত্রকালীন সময়ে নাকে, মুখে ও চোখে স্পর্শ করা হতে বিরত থাকুন;
- ৩) যাত্রাশেষে এলকোহলযুক্ত সেনিটাইজার দিয়ে হাত পরিস্কার করুন;
- ৪) হাঁচি বা কাঁশি দেওয়ার সময় টিস্যু বা হাতের কনুই দিয়ে মুখ ঢেকে রাখুন;
- ৫) চালকের কোন সুরক্ষা এবং স্বাস্থ্যগত সমস্যা থাকলে রাইডশেয়ারিং সেবা গ্রহণে বিরত থাকুন;
- ৬) যাত্রাশেষে নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহারে গুরুত্বারোপ করুন;
- ৭) রাইড চলাকালীন চালকের সাথে যথাসম্ভব দূরত্ব বজায় রাখুন;
- ৮) জাতীয় (স্বাস্থ্য অধিদপ্তর) আন্তর্জাতিক সংস্থার (WHO) স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য নির্দেশনা মেনে চলুন
করোনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা জানতে ক্লিক করুন
করোনার প্রাদুর্ভাব রোধে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিশে সংক্রান্ত নির্দেশনা
ভার্চুয়াল অফিসের পাশাপাশি ফিজিক্যাল অফিস খোলা রাখার সময়-
সকাল ১০:০০ টা -সন্ধ্যা ৬:০০ টা
এনলিস্টমেন্ট সার্টিফিকেটের জন্য আবেদন পদ্ধতির বাংলা ফ্লো-চার্ট-
• রাইডশেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেট ছাড়া রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান বা মোটরযানের মালিক বা চালক অন্য কোন মোটরযান দ্বারা রাইডশেয়ারিং সার্ভিস প্রদান করতে পারবেন না। এনলিস্টমেন্ট সার্টিফিকেট পেতে-
• অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদনের সাথে মোটরযানের নিম্নোক্ত তথ্যাদি প্রদান করতে হবে-
- ক) রেজিস্ট্রেশন সার্টিফিকেট
- খ) হালনাগাদ ফিটনেস সার্টিফিকেট
- গ) হালনাগাদ ট্যাক্সটোকেন
- ঘ) চালকের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স
- ঙ) মালিক ও চালক উভয়ের জাতীয় পরিচয়পত্র
- চ) মালিকের টিআইএন সার্টিফিকেট।
• এনলিস্টমেন্ট সার্টিফিকেট হারিয়ে গেলে বা নষ্ট হলে ১০০০ টাকা ফি প্রদানের মাধ্যমে প্রতিলিপি পাওয়া যাবে।
• রাইডশেয়ারিং মোটরযান মালিক বা চালক বা মালিকের ঠিকানা পরিবর্তিত হলে নতুন তথ্য অন্তর্ভুক্তির জন্য ৫০০ টাকা ফি প্রদান করতে হবে।
যাত্রী সাধারণের জন্য রাইড শেয়ারিং সেবা গ্রহণের তথ্য-
ওভাই-এ রাইড নিতে একজন যাত্রীকে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করতে হবে
• ওভাই অ্যাপ থেকে পছন্দসই রাইডটি বেছে নিয়ে রাইড রিকোয়েস্ট প্রদান করতে হবে। এছাড়াও কল সেন্টারে যোগাযোগের মাধ্যমেও যাত্রী রাইড বুক করতে পারবেন।
• সঠিক রাইডটি বেছে নেওয়ার পর নিরাপত্তামূলক পদ্ধতি অনুসরণের মাধ্যমে রাইড গ্রহণ করতে হবে।
• রাইড শেষে ক্যাশলেস পেমেন্টের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে হবে।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য-
- কাজী সালমান ওয়ালী
সিআরএম প্রধান
০১৭০০৭০৬৯৭৩
ই-মেইল:
salman.wali@obhai.com - সৈয়দ আশরাফুল করিম
গাড়ি প্রধান
০১৭০১২১১০৫৩
ই-মেইল:
ashraful.karim@obhai.com - মোঃ রুম্মান খান
মোটো প্রধান
০১৭৩০০৯৪০৩৩
ই-মেইল:
rumman.khan@obhai.com - সৈয়দ ফখরুদ্দিন মিল্লাত
কর্পোরেট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স
০১৭৩০০৯৩৮৭৫
ই-মেইল:
syed.millath@mghgroup.com
কল সেন্টার যোগাযোগের তথ্য
হেল্পলাইন নাম্বারঃ ১৬৬৩৩