Image

নারীর প্রতি ভালোবাসাঃ নারী দিবসে প্রতিটি ওভাই রাইডে থাকছে ৳১০০ পর্যন্ত ছাড়!

সুখ-দুঃখ, ভালো-মন্দ, বিজয় কিংবা পরাজয়ে- সৃষ্টির শুরু থেকেই আশ্রয় আর শান্তির স্থান নারী। রণাঙ্গনে, জাতি গঠনে, শিক্ষায় বা শক্তিতে, নারীর হাত ধরে এগিয়েছে পৃথিবী।

বিশ্ব নারী দিবস, ২০২১ উপলক্ষ্যে তাই সকল নারী গ্রাহকদের জন্য ওভাই নিয়ে এলো রাইডে ২৫% ছাড় (৳১০০ পর্যন্ত)!

ওভাই কল সেন্টারের মাধ্যমে ওভাই গাড়ি, সিএনজি বা বাইকে যেকোনো রাইড নিলেই একজন নারী গ্রাহক রাইডে ১০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন এই নারী দিবসে, যত খুশি ততবার।

অফারটি উপভোগ করতে যোগাযোগ করুন ওভাই কল সেন্টার নম্বর ১৬৬৩৩-তে।

পৃথিবীর সকল নারীর প্রতি ওভাইয়ের পক্ষ থেকে রইলো শ্রদ্ধা ও ভালোবাসা। শুধু এই একটি দিন নয়, নারীর প্রতি সম্মান ও ভালোবাসা বজায় থাকুক বছরের প্রতিটি দিন।